• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ জানুয়ারি ২০২০, ১৪:১৬
আটক বিএসএফ যুবক
ছবি: সংগৃহীত

নওগাঁর পোরশা উপজেলার হাঁপানিয়া সীমান্তে ভারতের অভ্যন্তরে হাসিমুদ্দিন (২৬) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গেল বুধবার ভোরে ২৩২ নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আটক হাসিমুদ্দিন জেলার সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সাপাহারের কয়েকজন যুবক পোরশার হাঁপানিয়া সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে ভোরে ফেরার পথে ২৩২ নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের দেখতে পেয়ে তাড়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও হাসিমুদ্দিনকে আটক করে বিএসএফ সদস্যরা।

এ বিষয়ে ১৬ বিজিবি’র হাঁপানিয়া ক্যাম্পের হাবিলদার খাইরুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, তিনি ঘটনা শুনেছেন। হাসিমুদ্দিনকে আটক করার বিষয়ে কেউ তাদের সুনির্দিষ্টভাবে কিছু বলেনি। তবে বিএসএফের কাছে এ ব্যাপারে চিঠি দেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh