• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হত্যা মামলায় সাতজনের আমৃত্যু কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ জানুয়ারি ২০২০, ১৮:৫১
হত্যা কারাদণ্ড হত্যা
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় দোকানদার মোয়াজ্জেম হত্যা মামলায় সাত আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আল আমিন শেখ, শাহজাহান ভূঁইয়া, খোরশেদ আলম, মাসুদ সরদার, শামীম শেখ, আল মামুন মোল্লা, আ. রাজ্জাক ওরফে জাক্কা।

এদের মধ্যে চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন আসামি পলাতক রয়েছেন।

১৬ জন সাক্ষীর জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণে হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। এছাড়াও আদালত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।

পাবলিক প্রসিকিউটর আব্দুল মতিন মামলায় রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, ২০১৫ সালে টঙ্গিবাড়ী থানার কুণ্ডের বাজার গ্রামে মোয়াজ্জেম নামের এক ছেলের বাড়ির পাশের বাজারে তার একটি বিকাশের দোকান ছিলো। দোকানে সে পাশাপাশি মেডিসিনও বিক্রি করত। মোয়াজ্জেম রাত্রে বাড়ি ফেরার সময় সঙ্গে করে দেড় লাখ টাকা নিয়ে যাচ্ছিলো। এই দেড় লাখ টাকা নেয়ার জন্য সাতজন আসামি তাকে নির্মমভাবে হত্যা করে। আজকে দীর্ঘ শানানি শেষে আদালত ওই মামলার রায় দিয়েছে।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী হিসাবে ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান ও অ্যাডভোকেট শ ম হাবিব।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বিয়ের ৪দিন পর বাবাকে কুপিয়ে হত্যা!
স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক 
X
Fresh