• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ধর্ষণের পর হত্যা করেও নির্বিকার ছিলেন বাসচালক সোহেল

স্টাফ রিপোর্টার, সাভার, আরটিভি অনলাইন

  ১৬ জানুয়ারি ২০২০, ১৪:৩৮
বাসচালক হত্যা ধর্ষণ
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে নারী পোশাক শ্রমিক মমতা ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার বাসচালক দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বাসচালক সোহেল।

গেল শনিবার দুপুরে ধামরাই থানা থেকে সোহেলকে আদালতে পাঠানো হয়। পরে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা আরটিভি অনলাইনকে জানান, আদালতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার সোহেল।

প্রসঙ্গত, গেল শুক্রবার দিনগত রাতে ধামরাইয়ের বালিয়া এলাকার সড়কের পাশ থেকে নারী শ্রমিক মমতার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে ভোরে বাসে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে রওয়া হয়ে নিখোঁজ হন তিনি। নিহত নারী শ্রমিক ধামরাইয়ের পথিক সিরামিক্স ফ্যাক্টরিতে চাকরি করতেন। এই ঘটনায় কোম্পানির শ্রমিকবাহী বাসের চালক ফিরোজ ওরফে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক 
X
Fresh