• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাদক মামলায় নারীর যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ জানুয়ারি ২০২০, ১৩:১৪
মালেকা যাবজ্জীবন দণ্ড
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মালেকা খাতুন

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলায় মালেকা খাতুন নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের চারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মালেকা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।

২০১৫ সালের ছয় এপ্রিল মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ মহিষকুন্ডির পাকুড়িয়া এলাকায় গোলাম মোস্তফার বাড়ি ঘিরে ফেলে। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলে পুলিশ গোলাম মোস্তফার স্ত্রী মালেকা খাতুনকে গ্রেপ্তার করে। এ সময় তার খাটের ওপর বালিশের নিচ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ মামলায় দীর্ঘ শুনানি ওই নারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
X
Fresh