কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত
প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ০৯:২৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০, ১১:৩৩

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। এতে করে যান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত ঘটছে।
ঘন কুয়াশার কারণে খুব বেশি দূর দেখা না যাওয়ায় হেড লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে চালকদের। দুর্ঘটনার আশঙ্কায় সকল ধরনের যানবাহনের গতি কমিয়ে আনা হয়েছে। আবার অনেক গাড়ি মহাসড়কের পাশে থামিয়ে বসে থাকতে দেখা গেছে চালকদের।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানিয়েছেন, আজ বৃহস্পতিবার কুয়াশা বেশি পড়ার কারণে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। যানবাহন চালকদের দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি চালাতে অনুরোধ করা হচ্ছে।
এসএস