• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ জানুয়ারি ২০২০, ০৮:৫৩
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক গাড়ি। দক্ষিণবঙ্গের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

আজ বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) ভোর ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। মাঝ পদ্মায় আটকে নোঙ্গরে আছে ৮টি ফেরি।

বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক(মেরিন) আহম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এসময় দুই পাড় থেকে ছেড়ে যাওয়া মাঝ পদ্মায় আটকে নোঙ্গরে রয়েছে আছে ৮টি ফেরি।

বিআইডব্লিউটিসি(সহকারী ব্যবস্থাপক) মো. ফয়সাল জানান, ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক ছোট-গাড়ি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে উঠবে।

উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে কয়েকদিন ধরেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে এ রুটের যাত্রীরা পড়ছে চরম ভোগান্তিতে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ক্রয় পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
দৌলতদিয়ায় কর্মস্থলগামী মানুষের চাপ, নেই ভোগান্তি
তাপমাত্রা উঠল ৪০ ডিগ্রিতে, আরও বাড়ার আভাস
X
Fresh