• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফরিদপুরে ১৩ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি অনলাইন

  ১৫ জানুয়ারি ২০২০, ১৪:২৯
নিহত বন্দুক ডাকাত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত হয়েছেন।

বুধবার ভোরে উপজেলার শেখর ইউনিয়নের বাড়ানখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এনায়েত শেখ (৩৫) । তার বাড়ি উপজেলার চতুল ইউনিয়নের বাইখির বনচাকী গ্রামে। তার বিরুদ্ধে ডাকাতি- ধর্ষণ ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের সময় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, এনায়েত শেখকে আটক করার পর তার দেয়া তথ্য অনুযায়ী শেখর ইউনিয়নের বাড়ানখোলা এলাকায় অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দলের অপর সদস্যরা পুলিশের ওপর গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাতরা পালিয়ে গেলে এনায়েতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি ডাকাত দলের সদস্যদের ছোড়া গুলিতে এনায়েত নিহত হয়েছেন।

এনায়েতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh