logo
  • ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২০, ১৩ অগ্রহায়ণ ১৪২৭

রংপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ জানুয়ারি ২০২০, ১২:১১
আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১২:৩০

বাস- অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিহত বাস অ্যাম্বুলেন্স
ছবি: সংগৃহীত
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।বুধবার সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের বাছুরবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে শুধু অ্যাম্বুলেন্স চালক রুবেলের নাম জানা গেছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া আরটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ডিপজল পরিবহনের একটি নাইট কোচ বাছুরবান্ধা এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এ সময়  সৈয়দপুর থেকে রোগী নিয়ে আসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক, রোগীর মাসহ দুইজন মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অ্যাম্বুলেন্সের আরও এক যাত্রী মারা যান। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও জানান, নাইট কোচটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

জেবি/পি

 

RTVPLUS