• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ জানুয়ারি ২০২০, ১১:০৯
ফেরি রাজবাড়ী দৌলতদিয়া
ছবি: সংগৃহীত

চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে চার ঘণ্টা ফেরি বন্ধ থাকার কারণে উভয়ঘাটে প্রায় পাঁচ শতাধিক যানবাহন আটকা পরে যাত্রীরা শীতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বুধবার সকাল নয়টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বুধবার ভোর পাঁচটায় হঠাৎ ঘন কুয়াশা পড়লে নদীতে দশ গজ দূরেও কোনকিছু দেখা না যাওয়ায় পদ্মার ডুবোচরে শতাধিক গাড়িসহ চারটি ফেরি নোঙর করে থাকে। আর দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে।

এ সময় ফেরি বন্ধ থাকায় উভয়ঘাটে প্রায় পাঁচ শতাধিক যানবাহন আটকা পরে যাত্রীরা প্রচণ্ড শীতে চরম দুর্ভোগের শিকার হন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের এজিএম আব্দুল্লাহ আল রনি আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। পরে ভোর পাঁচটার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে ওঠে। এতে অল্প দূরত্বের কিছু দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে বুধবার সকাল নয়টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
দুই ঘণ্টা পর পটুয়াখালীতে বাস চলাচল শুরু
রাজবাড়ীতে হিসাবরক্ষণ কর্মকর্তার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
X
Fresh