• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ জানুয়ারি ২০২০, ১০:০৭
পাটুরিয়া দৌলতদিয়া ফেরি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছে শত শত যানবাহন

পদ্মা-যমুনায় ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি ও লঞ্চ চলাচল।

আজ বুধবার ভোর পাঁচটায় হঠাৎ ঘন কুয়াশা পড়লে নদীতে দশ গজ দূরেও কোনকিছু দেখা না যাওয়ায় পদ্মার ডুবোচরে শতাধিক গাড়িসহ চারটি ফেরি নোঙ্গর করে থাকে। আর দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে।

এ সময় ফেরি বন্ধ থাকায় উভয়ঘাটে প্রায় পাঁচ শতাধিক যানবাহন আটকা পরে যাত্রীরা প্রচণ্ড শীতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের এজিএম আব্দুল্লা আল রনি আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। পরে ভোর পাঁচটার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে ওঠে। এতে অল্প দূরত্বের কিছুও দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কুয়াশা না কমায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চালু করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
জাহাজের ধাক্কায় যানবাহনসহ মাঝ নদীতে ভেঙে পড়ল সেতু
ফেরি থেকে নামতে গিয়ে ট্রাক নদীতে
৯০ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ 
X
Fresh