• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্টিল মিলের ফার্নেস বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৪ জানুয়ারি ২০২০, ১৯:৩৬
স্টিল মিলের ফার্নেস বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ
শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্টিল মিলে ফার্নেস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফার্নেসের আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বানুর বাজার সীমা স্টিল রি-রোলিং মিলে এ দগ্ধের ঘটনা ঘটে।

স্টিল মিলের ফার্নেসে লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে ফার্নেস বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ফার্নেসের ভেতরে থাকা উত্তপ্ত লোহার গলিত শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা ৫ শ্রমিক দগ্ধ হন।

বিস্ফোরণের পর দগ্ধদের চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল আল আমিনে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সীতাকুণ্ডের তুলাতলী এলাকার কেরামত আলীর ছেলে রাজীব বিশ্বাস (৩৩), একই উপজেলার বানুর বাজার এলাকার নুর আলমের ছেলে আবুল কাশেম (৪০), খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার বোয়ালখালী প্রকল্প এলাকার মনসিংহ ত্রিপুরার ছেলে যতনময় ত্রিপুরা (২২), চট্টগ্রামের পটিয়া থানার রতনপুর এলাকার আবুল কালামের ছেলে আবু হাছান (২৪), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রসুলপুর এলাকার আবুল বাশারের ছেলে মো. বাবুল (৩৪)।

বিস্ফোরণের খবর পেয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ও ওসি (তদন্ত) শামীম শেখ কারখানা পরিদর্শন করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ জানান, স্টিল মিলে ফার্নেস বিস্ফোরণের খবর পেয়ে আমরা কারখানা পরিদর্শন করেছি। লোহা গলানোর কাজ করার সময় ফার্নেস বিস্ফোরণে গলিত লোহা ছড়িয়ে পড়ায় ৫ শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ 
X
Fresh