• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কলমাকান্দায় পাচারকালে ৫৬ বস্তা সার জব্দ

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ জানুয়ারি ২০২০, ১৭:৫৪
সার ট্রলি কলমাকান্দা
জব্দকৃত সারসহ দুটি হ্যান্ড ট্রলি কলমাকান্দা থানায় নিয়ে আসা হয়েছে

বেশি মুনাফা লাভের আশায় অন্য উপজেলায় পাচারকালে পুলিশের সহযোগিতায় ৫৬ বস্তা সার জব্দ করেছে কলমাকান্দা কৃষি বিভাগ।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাতে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের পাঁচগাঁও বাজার এলাকায়।

কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুক আহমেদ আরটিভি অনলাইনকে জানান, কলমাকান্দা উপজেলার সার ডিলার জহিরুল ইসলাম মোস্তফা ও সার ব্যবসায়ী দিলীপ ঘোষের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুইটি হ্যান্ড ট্রলি করে ৫৬ বস্তা সার পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা ও নতুন বাজারে পাচার করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় পাঁচগাঁও বাজার রাস্তায় অভিযান চালিয়ে সারবোঝাই দুটি হ্যান্ড ট্রলি আটক করা হয়। পরে হ্যান্ড ট্রলি দুটি থেকে ৫৬ বস্তা সার জব্দ করা হয়।

পরে সারগুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। জব্দ করা সারের মধ্যে রয়েছে ৩৩ বস্তা ডিএপি ও ২৩ বস্তা এমওপি সার। তিনি আরও জানান, মুচালেকা নিয়ে গতকাল রোববার রাতে চালকসহ দুইটি হ্যান্ড ট্রলি ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, জব্দকৃত ৫৬ বস্তা সার আইন অনুযায়ী প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে। দায়ী সার ডিলারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
সার্টিফিকেট জালিয়াতি, যা বললেন কারিগরির সাবেক চেয়ারম্যান
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
X
Fresh