• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ জানুয়ারি ২০২০, ১৭:৪১
নিহত বন্দুকযুদ্ধ দিনাজপুর
ফাইল ছবি

দিনাজপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিনগত রাতে উপজেলার তাজপুর গ্রামের নওশন দিঘী এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকার মৃত শেখ রহমানের ছেলে রহমত আলী ও সিপাহীপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে আবুল কাশেম ওরফে কাইশ্যা।

এ সময় মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন আরটিভি অনলাইনকে জানান, গতকাল রোববার দিনগত রাতে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাতে যায় তাজপুরের নওশন দিঘী এলাকায়। এ সময় মাদক কারবারীদের একটি দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল আরটিভি অনলাইনকে জানান, নিহত দুজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন
মাশরুম চাষ করে স্বাবলম্বী শাপলা আক্তার
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
X
Fresh