• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আর কোনও স্বপ্ন দেখবে না পিইসিতে উপজেলা সেরা তিথি

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ জানুয়ারি ২০২০, ১৩:০৬
তিথি মৃত্যু ট্রাকচাপা
নিহত তিথি পাল

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ঘুমন্ত চালকের ট্রাকচাপায় এক মেধাবী শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে নিহতের বান্ধবী।

সোমবার সকালে গৌরীপুর মধ্যবাজার এলাকায় বালুভর্তি দ্রুতগতির একটি ট্রাকের চাপায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তিথি পাল (১৪)। সে এবার গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে মেধা তালিকায় পঞ্চম স্থান লাভ করেছিল। তিথি পাল গৌরীপুর মধ্য বাজারের রঞ্জন পালের মেয়ে।

আহত শিক্ষার্থীর নাম রূপা চক্রবর্তী (১৪)। সেও একই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছিল।

হতাহত দুজনেই গৌরীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, ঘাতক ট্রাকটি বালু নিয়ে নেত্রকোনার দুর্গাপুর থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল। সকালে ট্রাকটি গৌরীপুর মধ্যবাজার এলাকায় এলে তিথি ও রূপা নামের দুই শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিথির মৃত্যু হয়। স্থানীয়রা মারাত্মক আহত রূপাকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ট্রাক ও ট্রাকের চালক-হেলপারকে আটক করেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
X
Fresh