• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যশোরে গণপিটুনিতে নিহত তিন গরুচোর

যশোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ জানুয়ারি ২০২০, ১২:০২
নিহত চোর পিকআপ
প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলায় গণপিটুনিতে তিন গরুচোর নিহত হয়েছেন। সোমবার ভোর চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার ভোর চারটার দিকে একটি পিকআপে করে কয়েকজন চোর যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে আসে। পরে তারা খোরশেদ আলীর গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালাতে শুরু করে। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। সেইসঙ্গে গ্রামের মসজিদের মাইক থেকে গরু চুরির বিষয়টি জানানো হয়। এতে এলাকাবাসী সমবেত হয়ে চোরদের ধাওয়া করে। প্রায় দেড় কিলোমিটার পথ ধাওয়া করার পর প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ার রেলক্রসিংয়ের সামনে থেকে তাদের ধরে ফেলে স্থানীয়রা। পরে চোরদের গণপিটুনি দেয়া হয়।এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। অপরজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন মারা গেছেন। তিনটি গরু উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম ও পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
X
Fresh