logo
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ জানুয়ারি ২০২০, ১১:৪৪
আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১২:০১

ভারতে পাচারকালে ইলিশ মাছ জব্দ

ইলিশ স্থলবন্দর মাছ
হিলি স্থলবন্দরে জব্দকৃত ইলিশ
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে দেশীয় ইলিশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার সকালে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের সামনে থেকে মাছগুলো জব্দ করা হয়।

বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াছ মিয়া আরটিভি অনলাইনকে জানান, ভারত থেকে আমদানিকৃত পাথর নিয়ে আসা একটি ট্রাক ফিরে যাওয়ার সময় ইলিশ নিয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২৪ কেজি ওজনের ৩০ পিস ইলিশ উদ্ধার করে।

এ সময় একই স্থান থেকে ভারতীয় নয় পিস শাড়িও জব্দ করা হয়। পরে মালামালগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্ক স্টেশনে জমা দেওয়া হয়েছে।

জেবি/পি

RTVPLUS