logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৭

কুষ্টিয়া বিআরটিএ অফিসের দুই দালালের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১২ জানুয়ারি ২০২০, ১৭:০৭
কুষ্টিয়া বিআরটিএ অফিসের দুই দালালের কারাদণ্ড
কুষ্টিয়ার বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে দুদক দুই দালালকে আটক করেন

কুষ্টিয়ার বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টার দিকে দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাদের আটক করে। আটক হওয়া দুই দালালের নাম মনিরুজ্জামান ও দুলাল হোসেন।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনিরুজ্জামনকে ছয় মাস এবং দুলাল হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসাহাক আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে হাতেনাতে আটক করে দুদকের একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

এজে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়