• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অনেক সরকারি প্রতিষ্ঠানও পরিবেশের ক্ষতি করছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০২০, ১৬:০৫
পরিবেশ পাহাড় তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে গিয়ে অনেক সরকারি প্রতিষ্ঠানও প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট এ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, পৃথিবী ও প্রকৃতিকে বাঁচিয়ে রাখার কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করা উচিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সরকারি প্রতিষ্ঠানও এসব খেয়াল করে না।

তথ্যমন্ত্রী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, রাস্তা করার জন্য সিডিএর মতো একটি প্রতিষ্ঠান ৩০০ ফুট পাহাড় কেটে সমতল করে ফেলেছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৃতি ও পরিবেশের ক্ষতি না করে কিভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা যায় সেদিকে সরকারি প্রতিষ্ঠানসহ সকলকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আখতার, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল ও চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান উপস্থিত ছিলেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ব ধরিত্রী দিবস আজ
চলমান তাপদাহ প্রসঙ্গে যা জানালেন পরিবেশমন্ত্রী
‘উপজেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে’
শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে নিপুণের মন্তব্য
X
Fresh