• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রাম-৮ আসনে মক ভোট চলছে

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০২০, ১৫:৪৪
ভোট মক চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

বোয়ালখালী, নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ থানা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোতে শুরু হয়েছে মক ভোটিং।

শনিবার সকাল ১০টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হওয়া মক ভোটিং কার্যক্রম চলবে বিকেল চারটা পর্যন্ত।

স্থানীয় ভোটারদের সচেতন করতে মক ভোটিং করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

আগামী ১৩ জানুয়ারি এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭০টি ভোটকেন্দ্রে মোট চার লাখ ৭৪ হাজার চারশ’ ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে আজ নির্বাচনী প্রচারণার শেষ সময়। দুপুরে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা রয়েছে।

অপরদিকে, নির্বাচিত হলে কালুরঘাট সেতু বাস্তবায়নসহ এলাকার বিভিন্ন উন্নয়নের কথা বলেন আওয়ামী লীগ প্রার্থী। এ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিসহ ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
X
Fresh