• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হবিগঞ্জে বাস উল্টে আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০২০, ১২:৩৩
হবিগঞ্জ আহত হাসপাতাল
সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা জানান, শুক্রবার দিনগত রাত ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী উমর পরিবহনের একটি যাত্রীবাহী বাস অলিপুর এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের ওপরে উল্টে যায়। এতে নারী-শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
X
Fresh