• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইলে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০২০, ১২:১৮
শীতবস্ত্র টাঙ্গাইল পুলিশ
ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)

সারা দেশে চলছে শীতের তীব্রতা। প্রচণ্ড শীতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। তীব্র শীতে অসহায় ও দুঃস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে গভীর রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন টাঙ্গাইলের এসপি সঞ্জিত কুমার রায় (বিপিএম)।

শুক্রবার রাতে মাদরাসার এতিম শিক্ষার্থী, বেদে সম্প্রদায়, অসহায় ছিন্নমূল মানুষসহ রেলস্টেশন ও শহরের বিভিন্ন মাদরাসায় ঘুরে ঘুরে তিন শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। এছাড়াও পথশিশুদের আর্থিক সহায়তা প্রদান করেন।

এসপি সঞ্জিত কুমার রায়ের আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ। কোনও ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই এসপি নিজেই উপস্থিত হয়ে ছিন্নমূল নারী-পুরুষ, শিশু, বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। কম্বল পেয়ে এসব অসহায় মানুষরা ভীষণ খুশি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত এসপি মো. শফিকুল ইসলাম, রেজাউর রহমান রেজা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণের) ওসি শ্যামল কুমার দত্ত, সদর থানার ওসি মীর মোশারফ হোসেন, সদর ফাঁড়ির ইন্সপেক্টর মো. মোশারফ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে, বেড়েছে মাদরাসায়
প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র, একদিন পর মরদেহ উদ্ধার
হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি
X
Fresh