• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ জানুয়ারি ২০২০, ২০:৩৮
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাবুল মুন্সী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে রাজৈর উপজেলার হোসেনপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হোসেনপুর এলাকার জামাল খালাসী ও দেলোয়ার মুন্সীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ শুক্রবার সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বাবুল মুন্সী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায়। পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ফের সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
X
Fresh