• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ধলেশ্বরীতে ভাসছিল ‍নিখোঁজ ব্যক্তির মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ জানুয়ারি ২০২০, ১৬:০৮
নিখোঁজ, মরদেহ, উদ্ধার

নিখোঁজের পাঁচ দিনের মাথায় মেহেদী হাসান জিসান (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেহেদীর বাড়ি রাজশাহী নগরীর গোরহাঙ্গা গ্রামে। পেশায় তিনি ভেকু মেশিনের মেকানিক।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বকতবলি এলাকার ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার (৬ জানুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বকতবলি থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় ভেকু মেশিন মেরামত করতে আসে। এরপর সে কাজ শেষ করে রাতে ট্রলারযোগে ধলেশ্বরী নদী দিয়ে বকতবলি ফিরছিল। এ সময় কোনও বড় লঞ্চ বা জাহাজের সঙ্গে ধাক্কা অথবা ধাক্কা লাগার আতঙ্কে জিসান ও ট্রলার চালকসহ তিন জন নদীতে পড়ে যায়। ট্রলার চালক সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও জিসান ও অজ্ঞাত অপরজন নিখোঁজ থাকে।

শুক্রবার জিসানের মরদেহ নদতে ভাসছে এমন খবর পেয়ে ধলেশ্বরী নদী থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের বাঁ পায়ের হাঁটু থেকে গোড়ালির দিকে থেঁতলানো জখম অংশটি নেই। ধারণা করা হচ্ছে, কোনও বড় লঞ্চ বা জাহাজের পাখায় লেগে এ ঘটনা ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কো হামলার ঘটনায় এখনও নিখোঁজ ১৪৩
জিম্মি জাহাজ উদ্ধার প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
X
Fresh