logo
  • ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২০, ১৩ অগ্রহায়ণ ১৪২৭

আগুনমুখা নদীতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

নদী নিখোঁজ আগুনমুখা
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আগুনমুখা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার চার দিন পর আজ শুক্রবার সকালে উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায়  মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম হারুন হাওলাদার (৩২)। তিনি উপজেলার দক্ষিণ পানপট্টি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

ঘটনার দিন হারুন মোটরসাইকেল কিনতে রাঙ্গাবালীতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে এ ঘটনায় নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গেল বুধবার আইয়ুব হাওলাদার নামে এক ওষুধ বিক্রয় প্রতিনিধির মরদেহ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গেল সোমবার সন্ধ্যায় আগুনমুখা নদীতে দুই স্পিডবোটের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে একটি যাত্রিবাহী স্পিডবোট ডুবে যায় এবং ওই দুই ব্যক্তি নিখোঁজ হন। এর মধ্যে গেল বুধবার আইয়ুব হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয় এবং আজ শুক্রবার হারুন হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জেবি

RTVPLUS