logo
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭

পথচারী নারীকে চাপা দিয়ে চলে গেলো পিকআপটি

বরিশাল নিহত যুবক
ফাইল ছবি
বরিশালের গৌরনদী উপজেলায় পিকআপচাপায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন মৃধা সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম খাদিজা বেগম (৩০)।

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, গতকাল সন্ধ্যার পর রাস্তা পার হচ্ছিলেন খাদিজা। এ সময় একটি পিকআপ খাদিজাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন।

জেবি

RTVPLUS