logo
  • ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২০, ১৩ অগ্রহায়ণ ১৪২৭

কুমিরা স্টেশনে দুই মিনিটের জন্য দাঁড়াবে আন্তঃনগর ট্রেন

স্টেশন কুমিরা চট্টগ্রাম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনে আজ শুক্রবার থেকে ঢাকাগামী আন্ত:নগর দুটি ট্রেন দুই মিনিটের জন্য দাঁড়াবে।

ফলে আজ শুক্রবার থেকে সীতাকুণ্ড-সন্দ্বীপের মানুষ কুমিরা রেলস্টেশন থেকে ট্রেনে চেপে ঢাকায় যেতে পারবেন।

সীতাকুণ্ডে আন্ত:নগর ট্রেন স্টেশন করার দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের। আপ ও ডাউন সবগুলো আন্ত:নগর ট্রেন সীতাকুণ্ড স্টেশনে থামানো ও যাত্রী পরিবহনের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম এখনও চলমান রয়েছে।

যে দুটি ট্রেন কুমিরা স্টেশনে দাঁড়াবে সেগুলো হল, চট্টলা এক্সপ্রেস ও মহানগর এক্সপ্রেস।

রেলওয়ে প্রধান কার্যালয় থেকে পাওয়া নির্দেশনা অনুসারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল আটটা ৫৮ মিনিটে কুমিরা স্টেশনে পৌঁছবে। দুই মিনিট স্টেশনে যাত্রীদের জন্য অপেক্ষার পর নয়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। বিকেল তিনটা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি। কুমিরা স্টেশনে শুধুমাত্র সুলভ আসনের টিকিট কাটা যাবে। এর দাম হবে ১৭৫ টাকা। দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসবে মহানগর এক্সপ্রেস ট্রেনটি। কুমিরা স্টেশনে পৌঁছাবে দুপুর ১২টা ৫৬ মিনিটে। দুই মিনিট অপেক্ষার পর ১২টা ৫৮ মিনিটে কুমিরা স্টেশন ছেড়ে যাবে। সন্ধ্যা সাতটা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি। কুমিরা স্টেশনে শোভন চেয়ার টিকিট বিক্রি হবে। যার দাম পড়বে ৩৪৫ টাকা।

জেবি

RTVPLUS