logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

দম্পতি মৃত্যু সড়ক
ফাইল ছবি
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরুড়া উপজেলার ভুমুরী গ্রামের মৃত চান মিয়ার ছেলে আবদুর রশিদ (৫৫) ও তার স্ত্রী সাজেদা বেগম (৪৮)।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক জানান, সন্ধ্যায় বরুড়ার গ্রামের বাড়ি থেকে সিএনজিতে করে কুমিল্লায় আসছিলেন ওই দম্পতি। পথে লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায় বাংলাদেশ বেতার কার্যালয়ের সামনে একটি পিকআপ ওভারটেক করতে গিয়ে ওই সিএনজিকে চাপা দেয়। এতে গুরুতর আহত তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। রাতে সুরতহাল শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জেবি

RTVPLUS