• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রিফাত শরীফ হত্যাকাণ্ড: মা ও দুই বোন সাক্ষ্য দিয়েছেন

বরগুনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ জানুয়ারি ২০২০, ২০:২৩
রিফাত শরীফ হত্যাকাণ্ড, সাক্ষ্য
আদালতে সাক্ষ্য দিয়ে বাড়ি ফিরছেন নিহত রিফাত শরীফের মা ডেইজি বেগম। ছবি: সংগৃহীত

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় সাক্ষী দিয়েছেন নিহত রিফাত শরীফের মা ডেইজি বেগম এবং তার দুই বোন অনন্যা ও মৌ। আজ বৃহস্পতিবার বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান তাদের সাক্ষ্যগ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সাক্ষ্যগ্রহণের জন্য বরগুনা জেলা কারাগারে থাকা এ মামলার প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করা হয়েছিলো। এছাড়াও স্বজনদের সঙ্গে আদালতে হাজির হয়েছিলেন এ মামলায় জামিনে থাকা নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় সামনে এসএসসি পরীক্ষা থাকায় বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান অপ্রাপ্তবয়স্ক দুই আসামী আরিয়ান হোসেন শ্রাবণ ও মারুফ মল্লিককে জামিন দিয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে তিনি মারা যান।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য ১৪ মে
হল-মার্কের তানভীরসহ ১৮ জনের মামলায় আরও সাক্ষ্য গ্রহণের সিদ্ধান্ত
নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ ৪ মার্চ
X
Fresh