• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শফী-আজহারীর বিরুদ্ধে বক্তব্য দেয়ায় কথিত মাওলানা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ জানুয়ারি ২০২০, ১৫:২৫
গ্রেপ্তার মাহবুবুল বাংলা
গ্রেপ্তার মাহবুবুল হক কাদেরী ওরফে নূরে বাংলা

ওয়াজ-মাহফিলের নামে দেশের হেফাজত প্রধান আল্লামা আহমদ শফী ও মাওলানা মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে অশালীন ভাষায় গালিগালাজ এবং আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগে মাহবুবুল হক কাদেরী ওরফে নূরে বাংলা নামে কথিত এক মাওলানাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ।

গেল মঙ্গলবার রাত ১০টার দিকে সাতকানিয়া মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির জানান, গেল তিন ডিসেম্বর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি ওয়াজ মাহফিলে আল্লামা শাহ আহমদ শফী এবং মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে প্রকাশ্যে মাইকে গালাগাল ও আক্রমণাত্মক বক্তব্য দেন মাহবুবুল হক আল কাদেরী।

যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মাওলানা আব্দুল মবিন নামে এক ব্যক্তি। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

পুলিশ জানায়, ওয়াজ মাহফিলের ওই ভিডিও অনলাইনে প্রকাশের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে। এর আগে মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল বলেও জানান পুলিশ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh