• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পরিবেশ দূষণের দায়ে দুইটি ইটভাটা ধ্বংস করলো প্রশাসন

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ জানুয়ারি ২০২০, ১৭:০২
পরিবেশ দূষণের দায়ে দুইটি ইটভাটা ধ্বংস করলো প্রশাসন
পরিবেশ দূষণের দায়ে লক্ষ্মীপুরের দুই ইটভাটা ভেঙ্গে দেওয়ার উদ্দেশ্যে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আরটিভি অনলাইন

লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় দুইটি ইটভাটার চিমনিসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল থেকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন ও মকবুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন জানান, পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র না থাকায় সংসার ব্রিকস ও এইচবিএম নামে দুইটি ইটভাটার চিমনি, কাঁচা ইট, ইট তৈরির সরঞ্জাম ও ইট পোড়ানোর চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। অবৈধভাবে ইট উৎপাদন করে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, পরিদর্শক সৌমেন মৈত্র।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে দুই ইটভাটাকে জরিমানা
৬ দিন পর নিভলো চট্টগ্রামের চিনি কারখানার আগুন
ইটভাটায় অভিযানের সময় গাড়ি ভাঙচুর, পুলিশসহ আহত ৬ 
নবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা 
X
Fresh