• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি অনলাইন

  ০৮ জানুয়ারি ২০২০, ০৮:৫৬
নৌপথ মানিকগঞ্জ কুয়াশা
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আবারও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় গতকাল মঙ্গলবার দিনগত রাত একটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এসময় পাঁচটি ফেরি মাঝ নদীতে, ছয়টি ফেরি পাটুরিয়া ঘাটে এবং পাঁচটি ফেরি দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করা রয়েছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মোট ১৬টি ফেরি চলাচল করছে। ঘন কুয়াশার কারণে গেল ডিসেম্বরের মাঝামাঝি থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকেই এ এলাকার নৌপথ কুয়াশার চাদরে ঢেকে যায়। রাত যতই ঘনিয়ে আসে ধীরে ধীরে কুয়াশার তীব্রতাও ততো বাড়তে থাকে এবং নৌপথ দৃষ্টির বাইরে চলে যায়।

এতে দুর্ঘটনার আশঙ্কায় কর্তৃপক্ষ দফায় দফায় ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার দিনগত রাত একটার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে নৌপথ দৃষ্টির বাইরে চলে যায়। এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ঘন কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
‘বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস’
‘আ.লীগ সরকার সরকারিভাবে ইফতার বন্ধ করেছে’
X
Fresh