• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দায়িত্বে অবহেলার অভিযোগে ফতুল্লায় ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ জানুয়ারি ২০২০, ১২:১৭
প্রত্যাহার পুলিশ নারায়ণগঞ্জ
ফাইল ছবি

দায়িত্বে অবহেলার অভিযোগে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গেল রোববার রাতে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে তাদের ফতুল্লা মডেল থানা থেকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, এসআই মিজানুর রহমান-২, কনস্টেবল সফিক, হাবিবুর রহমান, ফজলুল হক ও গাড়িচালক কনেস্টেবল আলমগীর।

পাঁচ পুলিশ সদস্য প্রত্যাহারের বিষয় নিশ্চিত করেছেন জেলা পুলিশের আরওআই ইলিয়াছ সরকার।

তিনি আরটিভি অনলাইনকে জানান, গেল শনিবার দিনগত রাতে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় ফতুল্লা মডেল থানার ঈগল ডিউটির দায়িত্বে ছিলেন এসআই মিজানুর রহমান-২সহ সঙ্গীয় ফোর্স। ওইদিন রাত সাড়ে ১২টায় চর কাশিপুর এলাকায় টিপু হাওলাদার নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাত করে ইজিবাইকটি ছিনিয়ে নেয় অজ্ঞাত ছিনতাইকারীরা। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলায় এসআই মিজানুর রহমান-২সহ তার সঙ্গীয় ফোর্সদের সকলকে জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বিঘ্নে ঈদযাত্রার প্রস্তুতি, ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার 
X
Fresh