• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিট ১২টি, রোগী ভর্তি ৭০ জন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ জানুয়ারি ২০২০, ১৮:৩৭
হাসপাতাল রোগী ভর্তি
টাঙ্গাইল জেনালের হাসপাতালের মেঝেতে ভর্তি রোগী

আবারও টাঙ্গাইলের তাপমাত্রা কমতে শুরু করেছে। টাঙ্গাইল আবহাওয়া অফিসের দেওয়া তথ্যানুযায়ী আজ জেলায় সকাল বেলায় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এতে করে বেড়েছে শীতের তীব্রতা। ফলে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ। বেড়েছে শীতজনিত নানা রোগ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. সদর উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, প্রতিদিনই হাসপাতালে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অনেক রোগী ভর্তি হচ্ছে। বিশেষ করে শিশু রোগীর সংখ্যা অনেক বেশি। শুধু ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছে ১২ সিটের বিপরীতে ৭০ জন। আর ২৫০ শয্যা হাসপাতালে মোট রোগী ভর্তি রয়েছে ৫৪২ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আবুল ফারেজ আরটিভি অনলাইনকে বলেন, শীতকালে বাচ্চাদের নানা রোগ হয়। তার মধ্যে ডায়রিয়া ও ব্রংকোলাইটিসের প্রকোপ বেশি থাকে। একটু সাবধানে থাকলে ও পরিচ্ছন্ন থাকলে এই রোগগুলো থেকে অনেকটাই মুক্ত থাকা যায়। তিনি এই সময় শিশুদের প্রতি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
X
Fresh