• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যশোরে অপহরণকারী চক্রের ৭ সদস্য আটক

যশোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ জানুয়ারি ২০২০, ১৮:০৫
আটক যশোর অপহরণ
প্রতীকী ছবি

যশোরে অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার রাতে শহরের মাইকপট্টি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কহিদুল ইসলামকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণের নগদ ১৮ হাজার ৫০০ টাকা, স্ট্যাম্প, চেক ও বিভিন্ন ব্রান্ডের মোবাইলের মাদারবোর্ড উদ্ধার করা হয়।

কহিদুল ইসলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর কাগমারি গ্রামের মোবাইল ব্যবসায়ী। আটককৃতদের বাড়ি যশোর ও পাবনা জেলায়। আটককৃতদের নাম জানা যায়নি।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে এগারোটার সময় শহরের মাইকপট্টি থেকে মোবাইল ফোন ব্যবসায়ী কহিদুল ইসলামকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তার কাছ থেকে নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় এবং তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে অপহৃত কহিদুলের ভাই রাশিদুলের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ পৌর এলাকার একটি বাড়ি থেকে অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ কোতোয়ালি থানায় মামলা করেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh