• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যশোরে তাপমাত্রা বাড়লেও কনকনে শীত অব্যাহত

যশোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ জানুয়ারি ২০২০, ১৭:৫০
শীত কনকনে তাপমাত্রা
ফাইল ছবি

যশোরে আবারও শুরু হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ। সোমবার সকালে তাপমাত্রা ছিল ১০.০ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে পাঁচ ডিগ্রি কম। শীতের সঙ্গে রয়েছে উত্তরের মৃদু হাওয়া। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কর্মজীবী ও শ্রমজীবী মানুষ পড়েছে কষ্টে। এদিকে শীত বেড়ে যাওয়ায় গরম কাপড়ের বেচাকেনা বেড়েছে। শীতের কষ্ট নিবারণ করার জন্যে যশোরের নিম্ন আয়ের মানুষের মধ্যে জেলা প্রশাসন এরই মধ্যে ৫৬ হাজার কম্বল বিতরণ করেছে।

এছাড়া আবারও শৈত্যপ্রবাহ ও শীতার্ত মানুষকে সহায়তা করার জন্যে ১০ লাখ টাকা ও দুই হাজার কম্বল এসেছে মন্ত্রণালয় থেকে।

বিমান বাহিনীর যশোরস্থ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.০ ডিগ্রি সেলসিয়াস।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরম আরও বাড়ার আভাস 
যে কারণে গরম আর শীত বেশি চুয়াডাঙ্গায়
রাজশাহীতে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 
টাঙ্গাইলে তাপমাত্রা ৪০ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন
X
Fresh