• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আগুনে তিন দোকান পুড়ে ১০ লাখ টাকা ক্ষতি

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ জানুয়ারি ২০২০, ১৬:৫১
দোকান আগুন নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী বাজারে আগুনে পুড়লো তিন দোকান

নড়াইলের লোহাগড়া উপজেলায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে।

গতকাল রোববার দিনগত রাত একটার দিকে উপজেলার নলদী বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

ব্যবসায়ীরা জানান, রাত একটার দিকে নলদী বাজারের দর্জি জানু বিশ্বাসের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পাশের ওবায়দুরের গার্মেন্টন্সের দোকানসহ গুদাম ও এরশাদের ‍মুদিখানার দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও দমকল বাহিনীর সদস্যদের ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে তিনটি দোকানে ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

নড়াইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসের উপ-সহকারী পরিচালক শামীমুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। যার ফলে পার্শ্ববর্তী দোকানগুলিকে আগুনের ক্ষয়ক্ষতি হতে রক্ষা করা সম্ভব হয়েছে। এতে নয় লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
X
Fresh