logo
  • ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৭

এবার নাটোরে ১ মণ ওজনের বাঘাইড় মাছ!

নাটোর প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৫ জানুয়ারি ২০২০, ২০:৪৯
এবার নাটোরে ১ মণ ওজনের বাঘাইড় মাছ!
নাটোরে পদ্মা নদীতে ১ মণ ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। ছবি: আরটিভি অনলাইন

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে লালন নামের এক জেলের জালে ১ মণ ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে।

রোববার সকালে পদ্মা নদীর পাথরঘাটা এলাকায় এই বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। এর আগে একই নদীতে ৩১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছিল।

মাছটি লালপুর বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়। এ সময় জেলে লালন মাছটি বাজারের ভাই ভাই মাছের আড়তের মালিক সাইদুর রহমানের নিকট ৩৭ হাজার টাকায় বিক্রি করেন। পরে মাছের আড়তদার সাইদুর রহমান তাৎক্ষণিকভাবে মাছটি মৌখড়া এলাকার সোনারু মোজাম্মেল হকের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন।

এ বিষয়ে জেলে লালন বলেন, ‘সকালে পদ্মা নদীর পাথরঘাটায় মাছ ধরতে গেলে তার জালে ৪০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। তিনি মাছটি ৩৭ হাজার টাকায় বিক্রি করেন। কিছুদিন আগেও ওই নদীতে ৩১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছিল বলে জানান তিনি।

এজে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়