logo
  • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নারী নিহত

টেকনাফ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৫ জানুয়ারি ২০২০, ১৩:২৬
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নারী নিহত
কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ সমুদা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।  

শনিবার দিনগত রাত একটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী লবণের মাঠ এলাকায় মাদকব্যবসায়ী দু’গ্রুপের এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

নিহত নারী হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়াপাড়া মৃত নুর সালামের স্ত্রী। পুলিশের দাবি তিনি মাদকব্যবসায়ী 

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদ ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি দল খারাংখালী মগপাড়ায় ইয়াবা উদ্ধারে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে মাদকব্যবসায়ী ও অস্ত্রধারীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কিছু সময় গুলি বিনিময়ের পর অস্ত্রধারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবাসহ ওই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়