বিপুল পরিমাণ গাঁজাসহ আটক দুই
প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২০, ১৮:৫৪

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার উপজেলার বাইশ পুকুর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হেমন্ত দাস (৩২) ও রাকিব (২৩)। তাদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগড়া বাজার এলাকায়। তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এস আই) মোক্তার হোসেন আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাইশ পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।
জেবি