• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে হ্যান্ডিলিং শ্রমিকরা

বেনাপোল (যশোর) প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ জানুয়ারি ২০২০, ১৪:৪৬
মানববন্ধন শ্রমিক যশোর
ফাইল ছবি

যশোরের বেনাপোল স্থলবন্দরে মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে হ্যান্ডিলিং শ্রমিকরা।

শনিবার সকাল নয়টায় বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সামনে দুটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ এর সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান অহিদ বলেন, মোংলা বন্দর, বুড়িমারী বন্দর, চিটাগাং বন্দরসহ অন্যান্য বন্দরগুলোতে আমদানিকৃত মালামাল লোড-আনলোডের জন্য শ্রমিকদের প্রতি মেট্রিক টন ৩০ টাকা ৫৩ পয়সা চার্জ দেওয়া হয়।

সেক্ষেত্রে বেনাপোল বন্দরের শ্রমিকেরা কেন এই চার্জ পাবে না? বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে যশোর-১, শার্শা আসনের শেখ আফিল উদ্দিন এমপি আহ্বান জানিয়েছেন অন্যান্য বন্দরের চার্জের মতো বেনাপোল বন্দরের শ্রমিকদের মজুরি ঠিক রেখে সেই চার্জ অনুযায়ী যেন দরপত্র আহ্বান করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
বিয়ের গেট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
X
Fresh