• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খৈল ভেজানো পানি খাওয়ার পর কাঁপতে কাঁপতে মারা গেল ৭টি গরু

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ জানুয়ারি ২০২০, ১৩:১৮
খৈল ভেজানো পানি খাওয়ার পর কাঁপতে কাঁপতে মারা গেল ৭টি গরু

নওগাঁর পোরশায় খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক খামারির ৭টি গরু মারা গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামে ঘটনাটি ঘটে।

গরুর মালিক আফজাল হোসেন জানান, বেশ কয়েকমাস আগে বাণিজ্যিকভাবে ১৫টি গরু কিনে বাড়ির মধ্যেই খামার করেছিলাম। গতকাল দুপুরে গরুগুলোকে খৈল ভেজানো পানি খাওয়ানো হয়েছিল। পানি খাওয়ার কিছুক্ষণ পর গরুগুলো কাঁপতে শুরু করে। এরপর ২০ মিনিটের মধ্যেই একে একে ৭টি গরু মারা যায়।

তিনি আরও জানান, আমাদের ধারণা আগে থেকেই কেউ ওই খৈল ভেজানো পানিতে বিষ মিশিয়ে রেখেছিল। ফলে পানি খাওয়ার পরই গরু গুলো মারা যায়। গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণেই গরুগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য খাদ্যের আলামত জব্দ করা হয়েছে। পরীক্ষা শেষে বোঝা যাবে কিভাবে গরুগুলোর মৃত্যু হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh