• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাসচাপায় ছেলের মৃত্যু, মা-বাবা হাসপাতালে

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ জানুয়ারি ২০২০, ১৩:০৭
আহত হাসপাতাল বাস
আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে

টাঙ্গাইল সদর উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের বাবা-মা।

শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফাহিম (১২)। আহত ফাহিমের বাবা আল-মামুন (৫০) ও মা সুমি আক্তার (৩৫)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি টাঙ্গাইল পৌরসভার কলেজপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আহত আল-মামুন বাসাইল তার শ্বশুরবাড়ী থেকে মোটরসাইকেলে করে তার পরিবার নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া মোড়ে পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

আহত সুমি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
X
Fresh