• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেলো দুই মাসের শিশুর

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ জানুয়ারি ২০২০, ১২:২৯
শিশু মৃত্যু সিলিন্ডার
ফাইল ছবি

কক্সবাজার শহরের নতুন বাহারছড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দুই মাস বয়সী এক শিশু মারা গেছে। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১২ বসত ঘর।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শহরের নতুন বাহারছড়া এলাকায় বদিউল আলমের ভাড়াবাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শিশু ফৌরদৌস ভাড়া বাসায় বসবাসরত তারেকের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের নতুন বাহারছড়ায় বদিউল আলমের মালিকানাধীন ভাড়া বাসায় সন্ধ্যায় তারেকের স্ত্রী মিনুয়ারা বেগম গ্যাসের চুলা জ্বালিয়ে রেখে বাহিরে কাজ করছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে অন্তত ১২টি ঘর-বাড়ি পুড়ে যায়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর পুড়ে যাওয়া একটি ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদ পেয়ে জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও এলাকার কাউন্সিলররা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিশুখাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি ব্যাখ্যা দিলো নেসলে
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
X
Fresh