• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে মাটির নিচ থেকে রাইফেল উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ জানুয়ারি ২০২০, ০৮:৩৩
মুক্তিযুদ্ধ,  রাইফেল, উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাটির নিচে ৪ রাউন্ড গুলিসহ একটি পরিত্যক্ত থ্রি নট থ্রি রাইফেল পাওয়া গেছে। পুলিশের ধারণা এটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হত। ছবি: আরটিভি অনলাইন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকায় মাটি খননের সময় চার রাউন্ড গুলিসহ একটি পরিত্যক্ত থ্রি নট থ্রি রাইফেল পাওয়া গেছে। পুলিশের ধারণা এটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হত।

পরে খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ গুলিসহ রাইফেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকার আশরাফুল ইসলাম বাবুর জমিতে মাটি খনন করে ইট ভাটার জন্য নেয়া হচ্ছিল। আড়াই থেকে তিন ফুট মাটি খননের পর পলিথিনে প্যাচানো গুলিসহ থ্রি নট থ্রি রাইফেলটি খুঁজে পায় শ্রমিকরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা জব্দ করে থানায় নিয়ে আসে।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহা আলম বলেন, স্থানীয়রা মাটি খনন করতে গিয়ে গুলিসহ ওই পরিত্যক্ত রাইফেলটি খুঁজে পায়। আমরা গুলিসহ রাইফেলটি জব্দ করে থানায় নিয়ে আসি। দীর্ঘদিন মাটির নিচে থাকায় রাইফেল ও গুলিতে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
নীলফামারীতে মাটি খুঁড়তেই মিলল রাইফেল-মাইন-মর্টারশেল
খাটের নিচ থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
X
Fresh