• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফল ভালো না হওয়ায় মৃত্যুকেই বেছে নিলো রিয়াজ

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ জানুয়ারি ২০২০, ১৪:১৬
মৃত্যু আত্মহত্যা ছাত্র
ফাইল ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়ায় এক শিক্ষার্থী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার অলিপুরা বাজারের পশ্চিম পার্শ্বে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম রিয়াজ হোসেন (১০)। সে ওই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

শিক্ষার্থীর বাবা মো. দেলোয়ার হোসেন জানান, রিয়াজ ইবতেদায়ী সমাপনী পরীক্ষা দেয় এবং জিপিএ ৩.৬৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার ফলাফল প্রকাশের পর রিয়াজ স্বাভাবিকই ছিল। সকালে তার বাবা দিনমজুরির কাজে বাড়ি থেকে বের হয়ে যান এবং রিয়াজের মা ছোট দুই সন্তানকে নিয়ে ঋণের টাকা পরিশোধের জন্য নওমালার গ্রামীণ ব্যাংকে যান। শেষ বিকেলে রিয়াজের মা বাড়ি এসে দেখেন পেছনের বারান্দার আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি লাগিয়ে ঝুলছে তার ছেলে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

রিয়াজ উপজেলার অলিপুরা ছালেহিয়া দাখিল মাদরাসা থেকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তিন ভাই-বোনের মধ্যে রিয়াজ সবার বড়।

প্রসঙ্গত, এর আগে ৩১ ডিসেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে না পেরে ফাহাদ হোসেন (১০) নামে বাউফলের বড় ডালিমা আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছিল।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
X
Fresh