• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বরগুনায় আমন ধান সংগ্রহ শুরু

বরগুনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ জানুয়ারি ২০২০, ০৯:০৪
আমন ধান সংগ্রহ
ছবি: সংগৃহীত

‘গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক বাঁচে প্রাণ’ এ স্লোগান নিয়ে বরগুনায় আমন ধান সংগ্রহ শুরু হয়েছে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাফর হোসেন, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল ও সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ।

পরে ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সরকারি মূল্যে প্রতি কেজি ২৬ টাকা দরে প্রান্তিক কৃষকদের কাছ থেকে দুই হাজার ২১১ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর আগে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার পাঁচ হাজার কার্ডধারী কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে দুই হাজার ২১১ জন কৃষককে নির্বাচিত করা হয়। এতে প্রতি কৃষক গুদামে এক টন ধান বিক্রি করতে পারবেন।

এ ধান সংগ্রহ কর্মসূচি দুই জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষা-সেবা-গবেষণায় প্রাধান্য দেবে বিএসএমএমইউ : নতুন উপাচার্য
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
X
Fresh