• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নড়াইলের পুত্রবধূ বাপ্পীর মৃত্যুতে শোকের ছায়া

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ জানুয়ারি ২০২০, ১৮:৪২
বাপ্পী মৃত্যু শোক
ছবি: সংগৃহীত

নড়াইলের পুত্রবধূ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর (৪৯) মৃত্যুতে নড়াইলে শোকের ছায়া নেমে এসেছে।

আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান।

বাপ্পী শ্বাসকষ্টজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গেল ২৮ ডিসেম্বর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। নবম ও দশম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন তিনি।

সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করেন তিনি। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ছিলেন বাপ্পী।

এদিকে ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফী বিন মর্তুজাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী ফজিলাতুন্নেসা বাপ্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের বাবরা গ্রামের পুত্রবধূ বাপ্পীর মৃত্যুতে নড়াইলে শোকের ছায়া নেমে এসেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
X
Fresh