• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধানে লাভ কম, তামাক চাষে ঝুঁকছে কৃষক

হাসান-উল-আজিজ, লালমনিরহাট

  ২৫ জানুয়ারি ২০১৭, ১০:৫৫

বোরো ধান আবাদ করে লোকসানই গুনতে হয় লালমনিরহাটের কৃষকদের। ধানের চেয়ে তামাক চাষ লাভজনক হওয়ায় বর্তমানে সেদিকেই ঝুঁকছেন কৃষকরা। এ জেলায় এবার ১১ হাজার হেক্টর জমিতে হয়েছে তামাক চাষ। তবে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করছে কৃষি বিভাগ।

কৃষকদের অভিযোগ, বাজারে ধানের ন্যায্য দাম নেই। তাই বেশি লাভের আশায় চাষ করছে ক্ষতিকর তামাক। এ জেলায় ২০১২ সালে তামাকের আবাদ হয়েছিল ৫ হাজার ১শ’ হেক্টর জমিতে। ২০১৩ সালে এর পরিমাণ হয় দ্বিগুণ। চলতি মৌসুমে এ জেলায় তামাকের আবাদ হয়েছে ১১ হাজার হেক্টর জমিতে। এখনোও অনেক জমিতে তামাক চাষের প্রস্তুতি চলছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিধু ভীষণ রায় জানালেন, তামাক চাষে নিরুৎসাহিত করে ধান ও ভুট্টা আবাদে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

ধানের ন্যায্য দাম পেলে কৃষকরা আগ্রহী হবেন ধান চাষে। কমে আসবে ক্ষতিকর তামাক চাষ। এমনটাই মনে করেন লালমনিরহাটের চাষিরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh