• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বরগুনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে

বরগুনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩১ ডিসেম্বর ২০১৯, ১৫:২৭
বরগুনা উচ্ছেদ স্থাপনা
ছবি: সংগৃহীত

অবৈধ দখল উচ্ছেদে বরগুনা সদর উপজেলায় দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে বরগুনা জেলা প্রশাসন।

পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয়ের সহযোগিতায় মঙ্গলবার সকালে বরগুনা সদর উপজেলা ভূমি কর্মকর্তা রুবাইয়া তাসমিনের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ভাড়ানি খালের দক্ষিণ প্রান্ত থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় খালের পাড়ের শতাধিক পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানান, অবৈধ দখলদার ভূমিদস্যু কিছু ব্যক্তি বিভিন্ন সময়ে দখলদারিত্ব টিকিয়ে রাখতে পাঁয়তারা চালিয়েছে। এরা শেষমেশ আইনি জটিলতা সৃষ্টির চেষ্টাও করেছে। তবে শেষ রক্ষা হবে না এদের। আমরা অবৈধ দখল উচ্ছেদে যথাযথ আইনি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। উচ্ছেদ পরিচালনার সময় ঘরে গ্যাস সিলিন্ডার, ব্যাটারি, আইপিএসের মাধ্যমে বিদ্যুতের লাইন সচল রাখাসহ বিস্ফোরক দ্রব্য রাখার কারণে ফজলুর রহমান নামের অবৈধ দখলদারকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি আরও বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে ভাড়ানী খাল, খাকদোন নদীসহ সমস্ত খাল ও নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে।

উল্লেখ, বরগুনা জেলায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে প্রায় চার হাজার অবৈধ স্থাপনা রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রচণ্ড তাপপ্রবাহে আইনজীবীদের প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশনা
স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
‘নাসিরকে হত্যা করতে চেয়েছিলেন পরীমণি’
বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওয়ালটনের আইনি নোটিশ
X
Fresh