• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় চারজনকে গণধোলাই

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩১ ডিসেম্বর ২০১৯, ১১:৫২
আটক ডিবি ছিনতাই
ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সময় আটক চারজন

বাগেরহাটের ফকিরহাটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইকালে চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

গতকাল সোমবার বিকেলে ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, যশোর জেলার বেনাপোল উপজেলার ভবর বর এলাকার ওয়াসিম ব্যাপারির ছেলে সোহরাব ব্যাপারী (৪৪), পিরোজপুর জেলার উজিরপুর এলাকার কাজী নুর হোসেনের ছেলে কাজী রিপন (৪৫), মাদারীপুর জেলার আক্কাস গাজীর ছেলে জামান গাজী (৩৫) ও গাড়িচালক ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার দোহার এলাকার মো. মতিয়ারের ছেলে মো. রুবেল হোসেন।

প্রতক্ষদর্শীরা জানান, ফলতিতা বটতলার মৎস্য ব্যবসায়ী আনন্দ লালের কর্মচারী কলকলিয়া গ্রামের মণিশংকর বিশ্বাস ফকিরহাট সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকে গতকাল সোমবার বিকেলে সাত লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে মোটরসাইকেলে ফলতিতা যাওয়ার সময় বটতলার কাছাকাছি পৌঁছলে একটি মাইক্রোবাস তার গতি রোধ করে। মাইক্রোবাসে থাকা লোকজন গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মণিশংকরকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাইক্রোর চালকসহ চারজনকে আটক করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মো. খায়রুল আনাম আরটিভি অনলাইনকে বলেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনায় আমরা গাড়ির চালকসহ চারজনকে আটক করেছি। আটককৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
X
Fresh